রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


করোনা: মসজিদে নামাজ আদায়, যা বলছে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার যে দিকনির্দেশনা দিয়েছে, সেটা মেনে চলার জন্য মুসলিমদের প্রতি আহ্বান করেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ।

আজ সোমবার দেওবন্দের পক্ষ থেকে জারি করা এক আহ্বানপত্রে দেশের মুসলিমদের প্রতি একটি নির্দেশনা জারি করা হয়েছে।

দেওবন্দের এ আহ্বান পত্রে বলা হয়, করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সরকার যে কারফিউ বা লকডাউন জারি করেছে সেগুলো মেনে চলা আমাদের কর্তব্য। এ ক্ষেত্রে নিজেরাও সতর্ক থাকবেন ও অন্যদেরও সতর্ক থাকতে বলবেন।

এ কঠিন পরিস্থিতিতে মসজিদে নামাজ আদায়ের বিষয়ে আমরা বলবো, যেসব এলাকায় লোকসমাগম বেশি, করোনা ভাইরাসের ভয় বেশি সেখানে সরকারের নির্দেশনা মানার সঙ্গে সঙ্গে আমাদের উচিত মসজিদকেও আবাদ করা। যে এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে, সে এলাকার মসজিদে ইমাম মুয়াজ্জিন সঙ্গে কয়েকজন মুসল্লি নিয়ে জামাত চালু রাখা।

আর যে এলাকাগুলোতে এখনো কারফিউ বা লকডাউন করা হয়নি, সে এলকাগুলোর মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে, তবে ঘরে সুন্নাত আদায় করবে। অজু ও হাত ধোয়ার প্রতি গুরুত্ব দিবে।

করোনা ভাইরাস বিষয়ে প্রত্যেক মুসলিমের এ বিশ্বাস থাকতে হবে, কোনো রোগ বা ভাইরাসের কারণে আল্লাহর হুকম ছাড়া মৃত্যু হয় না। কোনো ভাইরাস মৃত্যু দিতে পারে না। মৃত্যু হয় একমাত্র আল্লাহর নির্দেশে। এসব রোগ ও মহামারী মানুষের গুনাহের কারণেই এসে থাকে। এগুলো থেকে আল্লাহ তায়ালাই মুক্তি দিতে পারেন।

এজন্য প্রত্যেক মুসলিমের উচিত জামাতের সঙ্গে নামাজ আদায় না ছাড়া। তাওবা ইস্তিগফার বেশি বেশি করা। আল্লাহর কাছে আমদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া। সব ধরণের গুনাহ থেকে বেঁচে থাকা। বেশি বেশি আমল করা। মানুষকে আমল ও তওবার প্রতি আহ্বান করা।

আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ