রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


করোনা: এবার সব মসজিদ ও গির্জা বন্ধ করল মিসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এবার সব মসজিদ ও গির্জা বন্ধ করার ঘোষণা দিয়েছে মিসর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সরকারের প্রতি প্রতিবেশী দেশগুলোর নেয়া পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানোর পর এ নির্দেশ জারি করা হয় বলে জানিয়েছে আল আরাবিয়া।

দেশটির ইসলামিক অনুদান মন্ত্রণালয় বলেছে, তারা ‘আত্মার সংরক্ষণের প্রয়োজনীয়তার জন্য’ সব মসজিদ বন্ধ করে দিচ্ছে, কিন্তু মসজিদের মাইকে আজান দেয়া চালু রাখারও ঘোষণা দেয়া হয়।

মিসরের শীর্ষ সুন্নি মুসলিম কর্তৃপক্ষ আল আজহার জানিয়েছে, তারা শনিবার থেকে পুরনো কায়রোতে অবস্থিত তাদের ঐতিহাসিক মসজিদটি ‘মুসুল্লিদের নিরাপত্তার জন্য করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখবে। ’

১৫ মার্চ আল আজহারের জ্যেষ্ঠ বিদ্বানদের কাউন্সিল ‘লোকজনকে করোনাভাইরাস থেকে রক্ষা করতে’ সরকারের মসজিদ বন্ধ করে দেয়ার অধিকার আছে বলে জানিয়েছিল। দেশটিতে এ পর্যন্ত ২৮৫ জন নভেল করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এবং ২৯ জন রোগী সুস্থ হয়েছেন। এই পদেক্ষপ না নিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা ক্রমেই বাড়ছিল। সূত্র: আল আরাবিয়া, রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ