রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ভারতের দারুল উলুম ওয়াকফ দেওবন্দ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে>

করোনা ভাইরাস আতঙ্কে ছুটি ঘোষণা করলো দারুল উলুম ওয়াকফ দেওবন্দ। সাথেসাথে আগামী ২৫ শে মার্চ থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়।

আজ শুক্রবার রাত ১০ টায় ওয়াকফ দেওবন্দে ছুটি সংক্রান্ত একটি বিবৃতি দেয়া হয়।

ওয়াকফ দেওবন্দের মুহতামিম মুফতি সুফিয়ান কাসেমী সাক্ষরিত নোটিশে বলা হয়- করোনা নামক ভাইরাসে সারাবিশ্ব স্থবির হয়ে পড়েছে। হিন্দুস্তানেও খুব দ্রুত এ ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ছে। পত্রিকার খবর অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনও ক্যান্সেল করা হচ্ছে। এমাবস্থায় পূর্ব থেকেই যেহেতু আমাদের সবক বন্ধ হয়ে গিয়েছিলো, তাই জামিয়ার সমস্ত উস্তাদদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছিলো।

মিটিংয়ে সমস্ত উস্তাদ এ ব্যাপারে একমত হন, আমাদের ছাত্ররা আমাদের সন্তান। আমারা কোনভাবেই তাদেরকে রিস্ক নিতে চাই না। আমরা চাই পরিস্থিতি আরো খারাপ হওয়ার পূর্বেই তারা তাদের ঘরে নিরাপদে পৌঁছে যাক। তাই সমস্ত উস্তাদদের ঐক্যমতে এই ছুটি ঘোষনা করা হলো।

তাতে আরও জানানো হয়, আগামী ২৫ শে মার্চ থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা (লিখিত/মৌখিক) স্থগিত করা হলো এবং এই পরীক্ষা আগামী শাওয়াল মাসের ৮ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। এজন্য সমস্ত ছাত্রদেরকে শাওয়ালের ৭ তারিখের পূর্বেই মাদরাসায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, পত্রিকার খবর অনুযায়ী যেহেতু বিভিন্ন রুটের ট্রেন ক্যান্সেল করে দেয়া হচ্ছে, তাই হঠাৎ এই ছুটির ঘোষণায় ছাত্ররা যেনো কোন বিড়ম্বনার শিকার না হয় তাই টিকেট কনফার্ম করার আগ পর্যন্ত মাদরাসার দারুল ইকামা এবং বোডিং খোলা থাকবে।

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের ছাত্রদের প্রতি আরো কোন নির্দেশনা আসলে সেটা মাদরাসার ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। সমস্ত ছাত্রদেরকে দারুল উলুম ওয়াকফ দেওবন্দের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ