শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


চট্টগ্রামে ইসলামি দলের ৩ মেয়রপ্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সাত মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে পর রোববার ৯ মেয়রপ্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে তিনজনই পৃথক তিনটি ইসলামি দলের প্রার্থী।

সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে যাচাই-বাছাইয়ের পর মেয়র পদে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ওই সাতজন হচ্ছেন– আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মঞ্জুর, ইসলামী ফ্রন্টের এমএ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।

চট্টগ্রাম সিটিতে ২৯ মার্চ নির্বাচন হবে। এবারই প্রথম এই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এবার মেয়র পদে ১১ জন ফরম নিয়েছিলেন। এর মধ্যে ৯ জন ফরম জমা দিয়েছিলেন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ২২০ জন ফরম দাখিল করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ