আওয়ার ইসলামঃ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা শাহ্ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ্'র বিশিষ্ট খলিফা হজরত মাওলানা মাকসুদউল্লাহ্ রহিমাহুল্লাহ্'র নিজ হাতে প্রতিষ্ঠিত মাদরাসা- জামিয়া ইমদাদিয়া তালগাছিয়া'র ৯২ তম বার্ষিক ওয়াজ ও দু'আ মাহফিল আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) শুরু হবে। চলবে ৭ মার্চ শনিবার পর্যন্ত।
হজরত মাওলানা মাকসুদউল্লাহ্ রহিমাহুল্লাহ্ ছিলেন হজরত থানভী রহিমাহুল্লাহ্'র বাংলাদেশী খলিফাদের মধ্যে অন্যতম। দারুল উলুম দেওবন্দে পড়াকালীন সময়েই হজরত থানভী রহিমাহুল্লাহ্'র সাথে সুলুক ও তরিকতের সম্পর্ক গড়ে তুলেন এবং দারুল উলুম দেওবন্দ থেকে ফারাগাতের পর দীর্ঘ ১৮ বছর হজরত থানভী'র সহবতে সময় লাগান।
থানাভবন থেকে ফিরে হজরত থানভী'র নির্দেশক্রমে নিজ এলাকা ঝালকাঠি জেলার তালগাছিয়া গ্রামে স্বীয় মুরশিদের দেয়া 'মাদরাসা ইমদাদিয়া খানকাহ্ আশরাফিয়া' নামে একটি মাদরাসা এবং খানকাহ্ কমপ্লেক্স গড়ে তুলেন।
তালগাছিয়া পীর সাহেব হুজুরের বড় ছেলে মাওলানা নুরুল্লাহ্ আশরাফী আওয়ার ইসলামকে জানান, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এ মাদরাসার অগণিত ছাত্র, মুরিদ, শুভাকাঙ্ক্ষীগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থেকে দ্বীনের খেদমত করে যাচ্ছেন।
মাওলানা নুরুল্লাহ্ আশরাফী তালগাছিয়া মাদরাসার সমস্ত ফুযালা, মুহিব্বিন এবং শুভাকাঙ্ক্ষীদের বাৎসরিক এ ইসলাহী মাহফিলে যোগ দেয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
আরএম/