আওয়ার ইসলাম: হযরত হাফেজ্জী হুজুর রহ. এর আস্থাভাজন আলেমেদ্বীন, শরীয়তপুরের সর্ববৃহৎ কওমি মাদরাসা
আংগারিয়া উসমানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, হযরত মাওলানা আলাউদ্দীন আহমদ রহ. এর বড় ছেলে মৌলভী হেলালউদ্দীন রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, মৌলভী হেলালুদ্দীন রহ. ছিলেন একজন সৎ নিষ্ঠাবান ও আদর্শ ব্যক্তিত্ব। ছোট বেলা থেকেই বাবার পাশে থেকে হযরত হাফেজ্জী হুজুর রহ. তাওবার রাজনীতির মিশনসহ যাবতীয় খেদমত আঞ্জাম দিয়েছেন। সামাজিক ও দ্বীনি কাজে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন।
তার মৃত্যুতে সমাজ একজন ভাল মানুষকে হারাল। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
উল্লেখ্য, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। জানাজার নামাজ আজ বাদ মাগরিব আংগারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।
-এটি