আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গায় আল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার কেরাত সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্বজয়ী কুরআনের হাফেজ মুহা. নাজমুস সাকিব পবিত্র কুরআন তিলাওয়াত করেন। তাকে একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক লোক উপস্থিতি হয়েছিল।
কেরাত সম্মেলন ও ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন- কামরুল ইসলাম সাঈদ আনসারী, ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী রবিউল ইসলাম, সরকারি কে.এম.কলেজ ভাঙ্গার অধ্যক্ষ মুহা. ইব্রাহিম খলিল, ভাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহা. ইসহাক মোল্লা, রাহমানিয়া মাদরাসা ভাঙ্গার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহা. আবুল খায়ের সেলিম।

দারিয়ার মাঠ মাদরাসা ভাঙ্গার মুহাদ্দিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম, গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা ভাঙ্গার হেড ইনচার্জ হাফেজ মাওলানা মুহা. সাখাওয়াত হোসেন, তালিমুন্নেছা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আ. রাজ্জাক, ইসলামিক সংগীত শিল্পী হাফেজ মাওলানা জুনায়েদ আল হাবিব ও অন্যান্য ওলামায়ে কেরাম।
-এএ