আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দমন ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে যে চুক্তি প্রস্তাব করেছেন তাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কোর মতে, কথিত ডিল অব দ্য সেঞ্চুরি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাশকৃত প্রস্তাবকে লঙ্ঘন করে।
রোববার একটি রুশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে চুক্তির প্রস্তাবনা দিয়েছে তার বাস্তবায়ন নিয়ে রাশিয়া উদ্বিগ্ন। প্রস্তাবটির কিছু অংশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সম্পূর্ণ বিপরীত।
ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের পর ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া বিশ্ববাসী দেখেছে। ফিলিস্তিনের পাশাপাশি আরব রাষ্ট্রগুলোও এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাতে ট্রাম্পের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে তা অবশ্যই প্রশ্ন দাঁড় করায়।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়ানিহুকে নিয়ে হোয়াইট হাউজে কথিত ডিল অব দ্য সেঞ্চুরি নামক একটি শান্তি চুক্তি প্রস্তাব করেন।
পরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্নের হুমকি দেন। এ ছাড়া আরব লীগও ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।
-এটি