শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভন্ডপীর আবুল বাশারের গ্রেফতারের দাবিতে ভৈরবে বিক্ষোভ-সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ ও ওমরাহ নিয়ে কটুক্তি করায় তথাকথিত ভন্ডপীর আবুল বাশার আল কাদেরীর গ্রেফতারের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।

রোববার (৫ জানুয়ারি) ভৈরব বাসট্যান্ড চত্বরে স্থানীয় বাজার মসজিদের খতিব মাওলানা জামালুদ্দিনের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নেয়ামাতুল্লাহ আমিন, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, মাওলানা মাসুদ আলম প্রমুখ।

Image may contain: one or more people, crowd and outdoor

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, তথাকথিত ভন্ডপীর আবুল বাশার আল কাদেরী পবিত্র হজ ও ওমরাহ নিয়ে কটুক্তি করে মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ করেছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে তার ফাঁসি কার্যকর করতে হবে।

সমাবেশ  থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করার দাবি জানানো হয়। এছাড়াও ভন্ডপীর আবুল বাশার আল কাদেরীর গুলে মদিনা নামের আস্তানার সকল কার্যক্রম বন্ধেরও দাবি জানানো হয়। অন্যথায় আগামী শুক্রবার জেলাব্যাপী বিক্ষোভ মিছিল করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৌহিদী জনতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ