শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


খালেদার মুক্তির দাবিতে রক্ত দিয়ে গণস্বাক্ষর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতীক্রমভাবে পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের একাংশ।প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্ন ধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও এবার তাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে।

নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে এক বিশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম করে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা নিজের শরীরের রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্তাক্ত গণস্বাক্ষর সংগ্রহ করেন।

বুধবার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিঙ্গনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ