শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ময়মনসিংহ শিক্ষাবোর্ডের জেএসসি পরিক্ষায় পাশের হার ৮৭.২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

এ বছরেই প্রথম বারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম।

মো.শামছুল ইসলাম বলেন,প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষাবোর্ডের(জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৭.২১ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন শিক্ষার্থী।

তিনি আরো জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এক হাজার ৪৮৪ বিদ্যালয়ের এক লাখ ৬১ হাজার ৩৫৯ পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী।

এ সময় বোর্ডের সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান, উপ-সচিব মশিউল আলম, মো. মনিরুজ্জামান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহসিনা বেগম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ