শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম জেলা সম্মেলনে বক্তারা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্নের পথে। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ভারতীয় এজেন্টদের হাতে ভূলুণ্ঠিত। দেশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। মানুষের বাক স্বাধীনতা ও মানবাধিকরের চরম লঙ্ঘন করছে সরকার। দেশে সংখ্যাগরিষ্ট মুসলিম জনগণের শিক্ষা, সভ্যতা সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ আজ নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদীরা ধ্বংস করে দিয়েছে।

নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করে গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করছে। দেশপ্রেমি জনগণের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। সরকার মুখে গণতন্ত্র ও আইনের শাসনের কথা বললেও বাস্তবে তার বিপরীত একদলীয় বাকশালী আচরণ করে যাচ্ছে।

বক্তারা বলেন, সরকার প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে। ফ্যাসিবাদী সরকারের দলীয সন্ত্রাসীরা দেশবাসীকে জিম্মী করে দুর্নীতি ও অপকর্মে লিপ্ত রয়েছে।

তারা বলেন, জালেমদের শেষ রক্ষা হবে না। ইসলাম ও দেশবিরোধী যেকোনো অন্যায়, অপকর্ম জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামীদিনে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, নেজামে ইসলাম পার্টি একটি ঐতিহাসিক চরিত্র রয়েছে এবং গুণগত দিক থেকে একটি দক্ষ, আদর্শ রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ চূড়ায় ছিলেন। এই প্রাচীন পার্টির সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সাংগঠনিক কাঠামোকে পুনর্গঠন, মাঠ পর্যায়ে সাংগঠনিক ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে পার্টিকে এগিয়ে নিতে হবে।

আজ চট্টগ্রাম নগরীর লাভলেইন মেট্রোপলিটন সংবাদিক ইউনিয়নের মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম জেলা সম্মেলন মহানগর আমির মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, প্রধান বক্তা হিসেবে ছিলেন মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ আবদুর রহমান চৌধুরী, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মাওলানা হাফেজ সালামত উল্লাহ, মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সচিব মাওলানা আবু তাহের খান, বানিজ্য সচিব মাওলানা ইয়াসিন হাবিব, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, আন্তর্জাতিক সচিব মাওলানা মাহমুদুল হক, চট্টগ্রাম নেতৃবৃন্দের মধ্যে মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা নুরুল আলম চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা শামসুল হক জালালাবাদী, মাওলানা সরোয়ার আলম, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাওলানা আজিজুল হক, মাওলানা রেজাউল করিম কুতুবী, মাওলানা দিদার ভুজপুরী, মাওলানা আনিসুর রহমান।

মহানগর সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আফতাবের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইসলমী ছাত্রসমাজের সাবেক নেতৃবৃন্দের মধ্যে মাওলানা আবদুর রহিম চৌধুরী, মাওলানা বোরহান উদ্দিন আলরাজী, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা জুনাইদ বিন জালাল, মুফতি বেলাল উদ্দিন আযাদ, মাওলানা ইরফান হালিম, মাওলানা ডা, মঈন উদ্দিন, মাওলানা আনিসুর রহমান বরকল, মাওলানা আবু তালেব, মাওলানা কামাল উদ্দিন সিদ্দিকী, মাওলানা মনসুর বিন কাদের, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা হাফেজ হেলাল, মাওলানা হাফেজ ইসহাকচৌধুরী, মাওলানা হাফেজ নাজিমুদ্দিন, মাওলানা আবু সালেহ, মাওলানা হারুন অর রশিদ, ইসলমী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ আবুল মনজুর, চট্টগ্রাম নগর সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ, কক্সবাজার জেলা সেক্রেটারি হাফেজ দিদার, নগর সাংগঠনিক সম্পাদক আম্মার বিন সাইফুল, প্রচার সম্পাদক দীন মুহম্মদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন, মাওলানা আফাজ উদ্দিন, মাওলানা এনাম, মাওলানা আয়ুব, শেখ কারী ইয়াছিন, জহুরুল হক চৌধুরী প্রমূখ। এছাড়া জেলা ও থানা প্রতিনিধিরা সম্মেলনে যোগদান করেছেন।- বিবৃতি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ