শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ময়মনসিংহে ট্রেন ও বাসের সংঘর্ষ, দুই ঘণ্টা চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঘুণ্টি রেলক্রসিংয়ে শামীম এন্টারপ্রাইজের সঙ্গে জামালপুর থেকে আসা লোকাল ট্রেনের মুখামুখি সংঘর্ষ হয়। আজ সোমবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক ও সহকারী চালক সহ ৭ জন গুরুতরভাবে আহত হোন। তবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহের স্টেশন সুপার জহুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জহুরুল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনটি ময়মনসিংহে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক ও সহকারী চালক আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ভোর ৪ টায় জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের সঙ্গে ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গ গামী যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজের এসি বাস সার্ভিসটির সংঘর্ষ ঘটে এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং পিছনে আসা একটি মালবাহী ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেসসহ অন্যান্য লোকাল ট্রেন আটকা পড়েছিল বিভিন্ন স্টেশনে। পরে ময়মনসিংহ কেওয়াটখালি শেড হতে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে গেলে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন সুপার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ