আওয়ার ইসলাম: বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হুমায়ুন কবিরের গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বরগুনা-পাথরঘাটা সড়কের মধ্য বাইনচটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-মোটরসাইকেল চালক বশির ও মোটরসাইকেল আরোহী মোফাজ্জেল হোসেন। বশির পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা ও মোফাজ্জেল হোসেন চট্টগ্রাম থেকে পাথরঘাটায় বেড়াতে এসেছে। তবে তার বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইউএনওর জন্য ঘাটে ফেরি অপেক্ষা করছিল, তাকে বহনকারী গাড়িটি তাই বেপরোয়া গতিতে ফেরিঘাটের দিকে যাচ্ছিল বলেই এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফেরিঘাট এলাকা থেকে মোফাজ্জেল হোসেনকে নিয়ে কাকচিড়া থেকে চট্টগ্রামের টিকিট সংগ্রহ করতে যাচ্ছিল বশির। বাইনচটকি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে পাথরঘাটার ইউএনওর গাড়ির সঙ্গে বশিরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন আহত হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বশির ও মোফাজ্জেল হোসেনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন। তবে মোফাজ্জেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। পরে বরিশাল নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
পাথরঘাটার ইউএনও হুমায়ুন কবির জানান, জরুরি কাজে বরগুনা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
-এএ