শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ময়মনসিংহের খানকায়ে মাদানিয়ার ইসলাহী মাহফিলের স্মারক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ.এর খলিফা শায়খ আব্দুল মোমিন প্রতিষ্ঠিত ময়মনসিংহ খানকায়ে হুসাইনিয়া মাদানীয়ার নির্ধারিত স্থানে ৩দিন ব্যাপী ইসলাহী মাহফিল উপলক্ষ্যে আল-মোমিন স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

আজ (২৬ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লী মুফতি মাহবূবুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি ইকবাল মাহমূদ, মাওলানা সুহাইল আহমদ, মুফতি আমীর ইবনে আহমদ, মুফতি শরিফুর ইসলাম, মুফতি ইসমাইল মানসূর প্রমুখ আলেম এবং লেখকগণ।

স্মারকটি সম্পাদনা করেন অনুসন্ধান ডটকমের সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হোসাইনী।
মাওলানা.মাহফুজুর রহমান হোসাইনী আওয়ার ইসলামকে বলেন, দেশ-বিদেশের এমন সব লেখক-ব্যক্তিবর্গের লেখার মাধ্যমে আমরা স্মারকটিকে সাজাতে পেরেছি, যা সত্যিই দুষ্প্রাপ্য। সবমিলিয়ে সমৃদ্ধ একটি স্মারক। স্মারকটি পাঠকবৃন্দকে তৃপ্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

যাদের লেখা দিয়ে সাজানো হয়েছে, তাদের মধ্যে শায়খ আবদুল মোমিন মুফতি মাহবূবুল্লাহ, মাওলানা আতাউর রহমান ভূঁইয়া (ভারত), আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা আবদুল খালেক সাম্ভলী (ভারত), মাওলানা, এমদাদুল্লাহ্, মাওলানা হেদায়াতুল্লাহ, মুফতী শাঈখ মুহাম্মদ ওছমান গনী, মাওলানা লাবীব আব্দুল্লাহ।

অধ্যাপক ডক্টর মুফতী মুহাম্মদ গোলাম রব্বানী, ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, ডক্টর মাওলানা ইমতিয়াজ বিন মাহতাব, মুফতী আব্দুল হালীম কাসেমী, শায়খুল হাদীস সাইফুল ইসলাম, মুফতী আমীর ইবনে আহমদ, শায়খুল হাদীস মুফতী সোহাইল আহমদ, মুফতী  ইকবাল মাহমূদ, মুফতী পিয়ার মাহমুদ, মুফতী সাদেক হুসাইন সুহাইল, মুফতী ইসমাইল মানসূর, মুফতী শরীফুল ইসলাম, মাওলানা আযীযুল হক, মাওলানা মাহফুজুর রহমান হোসাইনী।

এর আগে আজ সকাল ৯টায় খানকায়ে হুসাইনিয়ার মুতাওয়াল্লী মুফতি মাহবুবুল্লাহ্ এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিল কমিটির নির্ধারিত সময়সূচী অনু্যায়ী প্রথমদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহিলাদের জন্য মাহফিলটি বিশেষ ভাবে উন্মুক্ত ছিলো। ইসলাহী মাহফিলটি আগামী শনিবার (২৮ডিসেম্বর) পর্যন্ত চলবে।

আগামিকাল শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, আওলাদে রাসুল সা. আল্লামা সাইয়্যেদ আযহার বিন আরশাদ মাদানী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ