আওয়ার ইসলাম: বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ দিনদিন বেড়েই চলছে। শীতের দাবদাহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা এবং কনকনে হিমশীতল বাতাসের প্রবাহ বাড়িয়ে দিয়েছে শীতের রুক্ষতা ।
জানা যায়, এ অঞ্চলের গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না। সাধ্যের অনুকূলে না হওয়ায় এই প্রত্যন্ত অঞ্চলে অনেক অসহায় মানুষজন শীতবস্ত্রহীন জীবন যাপন করেন। মানুষজন একটু উষ্ণতা পেতে ব্যকুল। ঘর থেকে বের হতে পারছে না, জনজীবন হয়ে আছে স্থবির।
এইসব নিরালম্ব অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে আজ বুধবার সকাল থেকে পঞ্চগড় জেলা সদর, গলেয়া বাজার ও তেতুলিয়া উপজেলায় কাজী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলার চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম সহ ঢাকা থেকে আগত বেগ অটোসের নির্বাহী পরিচালক জনাব উসামা বেগ, ফ্লাই হজ এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টির কাজী ফাহিম আব্দুল্লাহ এবং কাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কাজী ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক, কাজী ফাইয়াদ আব্দুল্লাহ ও পঞ্চগড় জেলার সম্মানিত প্রতিনিধিগন।
-এটি