রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

বসনিয়ার মহানায়ক: হৃদয়বিদারক ঘটনাবলীর দলিলতুল্য লেখ্যচিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহিউদ্দিন আকবর ।।

বসনিয়ার মহানায়ক’! মুসলিম জনপদ বসনিয়ায় গত শতকের শেষ দশকে সার্বিয়ান নরপশুদের দ্বারা দুনিয়া কাঁপানো গণহত্যার হৃদয়বিদারক ঘটনাবলীর দলিলতুল্য লেখ্যচিত্র: ‘বসনিয়ার মহানায়ক’! -এর পান্ডুলিপি খানি পাঠ করে চমৎকৃত হলাম।
যার পরতে পরতে ফুটে উঠেছে- বিশ্বমানবতার ঘোর দুশমন জটিল, কুটিল, ষড়যন্ত্রবাজ খ্রিষ্টধর্মগুরু পোপের নির্দেশে তার পাপিষ্ঠসাংঘাত; ফাদার্স সোসাইটি তথা খ্রিষ্টান ধর্মযাযকদের ভয়াল জিঘাংসা!

যুগপৎ প্রতিফলিত হয়েছে- ওই জালিমদের তল্পীবাহক বর্বর ‘সার্বিয়ান-খ্রিষ্টান সেনাবাহিনী’র হায়েনাচক্র এবং মানবসেবার ছদ্মাবরণে খ্রিষ্টান মিশনারিদের ঘৃণ্যতম সাড়াশী আক্রমণে বসনিয়ার মুসলিমদের ঘরে ঘরে রক্তনদী বয়ে যাবার মর্মান্তিক প্রতিচিত্র।

তবে রক্তনদী পেরিয়ে বসনিয়া আজ স্থিতু। কিন্তু বয়ে যাওয়া রক্তের দাগ আজও দীপ্তিমান। তারই ঐতিহাসিক পটভূমিতে প্রতিনিধিত্বশীল ইসলামী চেতনা জাগানিয়া কথাশিল্পী সায়ীদ উসমান পাঠকের পড়ার টেবিলে তুলে দিয়েছেন অনবদ্য উপন্যাস ‘বসনিয়ার মহানায়ক’!

উপন্যাসের সবচেয়ে আকর্ষণ- দুশমনদের চরমতম নিষ্ঠুরতা আর বহুমুখি চক্রান্তকে অতিক্রম করে ইমানী যযবায় বলীয়ান বসনীয়রা এখনও স্বাধীন-সার্বভৌম বসনিয়াতে ‘মুসলিম’ পরিচয়ে মাথা উঁচু করে টিকে আছেন। তাদের চেতনাকে আজও জাগিয়ে রেখেছে ‘মুসলিম’ আত্মপরিচয়ে উন্নতশির এক তারুণ্যের প্রদীপ্ত শাহাদাত।

সেও এক করুণ কাহিনী। আমেরিকার গোয়েন্দাদের ঘুম হারাম করা টান টান উত্তেজনা আর সাস্পেন্স এর ওপর সাস্পেন্স পেরিয়ে ঘটনার সমাপন!

‘বসনিয়ার মহানায়ক’! একবার পড়তে শুরু করলে- একটানে শেষ না করে ওঠার জো নেই। পাঠক এই চ্যালেঞ্জটা নিলে- এনজয়টাও ভালোই হবে আশা করছি।

এক নজরে বই

বই: বসনিয়ার মহানায়ক
লেখক : সায়ীদ উসমান
প্রকাশনী: জাদীদ প্রকাশন
মূদ্রীত মূল্য ১৮০
৫০% ছাড়ে মাত্র ৯০ টাকায় কিনতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ