নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তিন অটোযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বিরিশিরি উতরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম, ভূলিগাঁও গ্রামের আব্দুল কুদ্দুস ও বিশ্বনাথপুর গ্রামের সুলেমা খাতুন।
দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে যাত্রী নিয়ে অটোরিকশাটি পৌরশহরে যাচ্ছিল। উৎরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলেমা মারা যান। আবদুল কুদ্দুস ও নুরু মিয়া হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান।
-এএ