শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সেন্টমার্টিনগামী ৮ জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৮টি জাহাজকে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউটিএ নৌবন্দরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, ১ নভেম্বর থেকে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন, আটলান্টিক ক্রুজ, এমভি ফারহান, কেয়ারি সিন্দাবাদ, এমভি দোয়েল পাখি, গ্রীণ-লাইন-১, বে-ক্রুজ ও এমভি পারিজাত নামে ৮টি জাহাজকে আগামী বছরের (২০২০ সাল) ৩০ মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে সবকটি জাহাজ প্রশাসনের কথা না মেনে প্রতিদিন অনুমতির চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও নৌ-পুলিশের সহযোগিতায় জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বুধবার (১৮ ডিসেম্বর) একটি বৈঠক হয়েছিল। সে বৈঠকে অতিরিক্ত যাত্রী পরিবহন, পর্যটক হয়রানি ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখার নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়েছিল।

এ আদেশ অম্যান্য করায় জাহাজগুলোতে অভিযান চালিয়ে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। কোনো জাহাজ কর্তৃপক্ষ আদেশ অম্যান্য করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের (ওসি) মুহা. আব্দুল্লাহ, নৌ-বন্দরের ট্রাফিক কর্মকর্তা জহির উদ্দিন ভূইয়া, অপারেটর মুহা. জাহাঙ্গীর আলম ও নৌ পুলিশের এসআই মুহা. মিরাজ উদ্দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ