আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি
হাড়কাঁপানো শীতে সারাদেশ কাহিল। বাদ যায়নি ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সেই সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশের প্রায় অধিকাংশ অঞ্চল। গত কয়েকদিন ধরেই কুয়াশার চাদরে মোড়ানো রয়েছে ময়মনসিং সহ দেশের বিভিন্ন অঞ্চল।
কুয়াশার চাদর ভেদ করে গতকাল দুপুরে যদিও সূর্যের দেখা মিলেছিলো কিন্তু আজ তার পুরোই ব্যতিক্রম, সকাল থেকেই ঘন কুয়াশার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে। দুপুর ১টায়ও যেনো ভোর সকাল। ফলে রাস্তায় চলাচলরত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, অসহায় হতদরিদ্ররা মানবেতর জীবনযাপন করছে। কারো কারো শরিরে একটা কম্বল জড়ানো থাকলেও অধিকাংশরাই কষ্টের সম্মুখীন হচ্ছে।
আজকে ময়মনসিংহ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরএম/