আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লির দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মঙ্গলবার সকালে নারেলা বাণিজ্যিক এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানায় বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
https://twitter.com/ANI/status/1209301300778684416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1209301300778684416&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fnation%2Fdelhi-fire-broke-out-in-two-factories-in-narela-industrial-area-earlier-today%2Farticleshow%2F72948376.cms
তবে, কিভাবে আগুনের সূত্রপাত তার তদন্ত চালাচ্ছে দমকলকর্মীরা।
এদিকে গতকাল সোমবার দিল্লির উত্তর-পশ্চিমের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে নয়জন নিহত এবং প্রায় ১০ জন অগ্নিদগ্ধ হন। স্থানীয় সময় রোববার মধ্যরাত ১২টা ৩০ মিনিটে কিরারি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: এই সময়।