আওয়ার ইসলাম: আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫০ শতাংশের চেয়ে সামান্য বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক ফলাফলে জানানো হয়েছে। নির্বাচনের প্রায় তিন মাস পর গতকাল রোববার এ প্রাথমিক ফল প্রকাশিত হয়। খবর: রয়টার্স।
১৯ লাখ বৈধ ভোটের মধ্যে ঘানি ৫০ দশমিক ৬৪ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট।
গত রোববার নির্বাচন কমিশনের প্রধান হাওয়া আলম নুরিস্তানি কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, ইলেকশন কমপ্লেইনস কমিশনের পর্যালোচনার পরই ভোটের এ প্রাথমিক ফল চূড়ান্ত হবে। চূড়ান্ত ফলে ভোটের এ হার বদলেও যেতে পারে।
নিয়ম অনুযায়ী, কমিশনের পর্যালোচনায় ঘানির ভোট ৫০ শতাংশের কম হলে এবং কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করতে না পারলে, প্রেসিডেন্ট বেছে নিতে দ্বিতীয় দফা ভোট গ্রহণ করতে হবে।
যুদ্ধবিধ্বস্ত এ দেশটির নিবন্ধিত ভোটারসংখ্যা ৯৭ লাখ; তালেবানের ভোট বর্জনের ডাক, দেশজুড়ে অস্থিরতা ও শঙ্কার মধ্যে ২৮ সেপ্টেম্বরের ভোটে এর মাত্র পাঁচ ভাগের এক ভাগ ভোট পড়েছিল।
প্রেসিডেন্ট নির্বাচনের ওই ভোটে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনেছিল বিরোধীরা। প্রাথমিক ফল প্রকাশে নির্বাচন কমিশনের দেরিও ঘানির জয় নিয়ে সন্দেহ তৈরি করেছে।
গতকালই ঘানির প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ কমিশনের প্রাথমিক ফল প্রত্যাখ্যান করেছেন। ভোট জালিয়াতি ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এক বিবৃতিতে আবদুল্লাহর কার্যলয় থেকে বলা হয়েছে, ‘আমাদের বৈধ দাবিকে বিবেচনায় না নিয়ে জালিয়াতির ভিত্তিতে যে ফল হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য হবে না।
আরএম/