আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লির একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।
কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, রবিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরারি এলাকার এক কাপড়ের গুদামে আগুন লাগে। চারতলা বিশিষ্ট ভবনের একটি নিচতলায় ওই গুদামটি ছিল।
উদ্ধার কর্মীদের মতে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে কোনো যন্ত্রপাতিই ছিল না। এমনকি ভবনটিতে একটি মাত্র সিঁড়িই ছিল। আহতদের স্থানীয় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং নিকটবর্তী অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দিল্লিতে অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়। রাজধানীর উত্তরাঞ্চলীয় একটি লাগেজ তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে অধিকাংশই ছিল শ্রমিক। আগুন লাগার সময় তারা সেখানেই ঘুমিয়ে ছিলেন।
আরএম/