আওয়ার ইসলাম: চকরিয়ার পীর মাওলানা এহসানুল হক (৬৩) আজ সোমবার সকাল ৯টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতের ঘনিষ্ঠভাজন আলহাজ্ব সিরাজুল ইসলাম (হাজি সাহেব)।
পারিবারিকসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন। গতকাল রোববার রাতে অসুস্থতা বেড়ে গেলে ভোরে চট্টগ্রাম শহরের হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
তিনি দুই ছেলে এক মেয়ে রেখে যান। তার বাড়ি পূর্ব বড় ভেওলা শমসুমিয়ার বাজার।
আজ বিকেল ৪টা ৩০ মিনিটে পূর্ব বড় ভেওলা শমসুমিয়ার বাজার হাই স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
নিহতের পরিবার দেশবাসীর কাছে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
-এএ