শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারত থেকে অনুপ্রবেশের পর মুজিবনগর সীমান্তে আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত থেকে অনুপ্রবেশের পর মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আব্দুল হাশেম জানান, গোপন খবরে মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাছে অভিযান চালায় পুলিশ। সেখানে ঘোরাফেরা করা অবস্থায় ৮ জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, বিভিন্ন সময়ে তারা ভারতে কাজ করতে যায়। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। পরে জেল থেকে মুক্তি পেয়ে তারা রাতে সীমান্ত পেরিয়ে আনন্দবাস গ্রামে প্রবেশ করে।

তবে পুলিশ বলছে, তাদের জিজ্ঞসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে তারা বাংলাদেশি নাগরিক না ভারতীয় নাগরিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ