শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


বগুড়ায় ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের ছেলে খালিদ হাসান খোকন ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভাগবজর এলাকা থেকে তাকে আটক করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। ওসি শওকত কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, উপজেলার ভাগবজর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হচ্ছে- এমন খবর পেয়ে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে শুধু খালিদ হাসান খোকনকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা জানান, খোকন ইয়াবাসেবী; ব্যবসায়ী নন। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হবে।

স্থানীয়রা জানান, খোকনকে ছাড়াতে থানা ও তদন্ত কেন্দ্রে নেতাকর্মীরা ব্যাপক তদবির শুরু করেছেন। আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান ফোন না ধরায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ