মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের তত্ত্বাবধানে হাটহাজারীর বোর্ডের স্থায়ী প্রশিক্ষণ সেন্টারে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া ৫০ দিনব্যাপি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
কোর্সে প্রশিক্ষণ দিয়েছেন, বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা মুফিজুল ইসলাম নূরানী, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা মনজুরুল ইসলাম মনজুর।
প্রশিক্ষকগণ জানান, এ দীর্ঘ সময় মুয়াল্লিম প্রশিক্ষণে দিনরাত কঠোর মেহনত করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীরা। যোগ্যতা সম্পন্ন দক্ষ ও আদর্শবান মুয়াল্লিম হয়ে কুরআনের খেদমতে নিয়োজিত হওয়ার লক্ষ্যে দিবা-রাত্রি কঠোর মেহনত করেছে প্রশিক্ষণার্থীরা। প্রতিটি বিষয় পরিপূর্ণভাবে শেষ করে দুর্বলদেরকে সবল ও সবলদেরকে আরো সবল করার লক্ষ্যে গ্রুপভিত্তিক বিশেষ মেহনত করা হয়েছে।
বিদায়ী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আখেরী নসিহত করেন, বোর্ডের মহাসচিব, দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মাওলানা মুফতী জসীম উদ্দীন।
প্রশিক্ষণ শেষে অনেক প্রশিক্ষণার্থীকে বোর্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন মাদরাসায় নিয়োগ দেয়া হয়েছে এবং ৩০ এর অধিক প্রশিক্ষণার্থী তিনদিনের জন্য তাবলীগে বের হয়েছেন।
-এএ