শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


দেওবন্দ এলাকায় দোকানে দোকানে 'কালো পতাকা' টাঙিয়ে অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেওবন্দের প্রশাসন  দারুল উলূম অঞ্চলকে সেনানিবাসে রূপান্তর করেছে। তারপরেও সেখানকার স্থানীয় মুসলিমরা নাগরিত্ব আইন এবং দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জেরে বিভিন্নভাবে প্রতিবাদ করছে।

গতকাল বুধবার দারুল উলূম এলাকার দোকানে দোকানে কালো পতাকা টাঙিয়ে অভিনব এক প্রতিবাদ করেছেন স্থানীয় মুসলিমরা। এ তথ্য পেয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এ সম্পর্কে তৎপর হয়ে উঠেছে।

কালো পতাকা লাগানোর বিষয়ে দোকানিরা বলেছেন,  সংবিধান আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে। কোনও ধরণের উগ্রতা আমরা চাই না, এ কারণে পতাকার ব্যবহার।

প্রতিষ্ঠানে কালো পতাকা লাগানোর একমাত্র লক্ষ্য হিসেবে নাগরিকত্ব আইন যে সংবিধান বিরোধী সেই বার্তায় সরকারের কাছে পৌঁছে দেওয়া উদ্শ্যে বলেও জানান তারা।

এদিকে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের দ্বারা বিক্ষোভের সম্ভাবনার কারণে দারুল উলূম এলাকায় পুলিশ বাহিনী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে এবং গোয়েন্দা সংস্থাগুলিও পুরোপুরি সক্রিয় রয়েছে।

আমারউজালা ডটকম (হিন্দি) অবলম্বনে রকিব

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ