শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান বিশ্বের মুসলিম নেতাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্বের মুসলমানদের জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা। মালয়েশিয়ায় শুরু হওয়া কুয়ালালামপুর সামিটের উদ্বোধনী দিনে এ আহ্বান জানান তারা।

আজ বৃহস্পতিবার ৫৬টি মুসলিম দেশের ৪৫০ জন প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় কুয়ালালামপুর সামিট। এতে বক্তব্য রাখেন- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ।

সামিট সম্মেলনের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, সম্মেলনের উদ্দেশ্য ধর্ম নিয়ে আলোচনা করা নয় বরং মুসলিম বিশ্বের পরিস্থিতি সম্পর্কে আলোচনা।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুরনো এবং এটি মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করছে না। এজন্য নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন।

এরদোগান বলেন, বিশ্বব্যাপী সমস্যার এমন একটি সমাধান খুঁজে বের করা উচিৎ, যা স্বার্থভিত্তিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে মানুষ এবং বিবেককে কেন্দ্র করে হবে।

সাম্প্রতিক বছরগুলোতে আমরা যে সব প্ল্যাটফর্মে অংশ নিয়েছি বা দায়িত্ব গ্রহণ করেছি, সেখানেই মানবতা ও মুসলমানদের সমস্যাগুলো উপস্থাপন করেছি।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মুসলিম বিশ্বকে অবশ্যই মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পথ খুঁজে বের করতে হবে। এজন্য মুসলিম দেশগুলোর আন্তঃব্যাংকিং সম্পর্ক বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি লেনদেনের ক্ষেত্রেও খুঁজতে হবে ডলারের বিকল্প।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ