শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতে চলমান আন্দোলনের প্রতীক সাহসী যে ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে চলমান আন্দোলন এখন প্রতিনিয়ন শিরোনাম দখল করছে বিশ্বমিডিয়ার। সম্প্রতি জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর চড়াও হয় দিল্লি পুলিশ।

এসময় এক ছাত্রকে বেধড়ক পেটাতে থাকে পুলিশ তবে পুলিশকে বাধা দিয়ে সহপাটিকে রক্ষায় সর্বাত্বক চেষ্টা চালিয়ে যায় কয়েকজন ছাত্রী। আর এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাহসিকতার জন্য প্রশংসায় ভাসতে থাকে জামিয়ার সেই সাহসী ৪ নারী।

পুলিশ যখন ৬ ফুট লাঠি দিয়ে আঘাত করতেছিল তখন তারা আঙুল উঁচিয়ে পুলিশকে চলে যেতে কঠোরভাবে প্রতিবাদ করতে থাকে। সেই ঘটনার পর থেকে তাদের সাক্ষাৎকার নিয়েছে আলজাজিরা, রয়টার্স সহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।

সেই সাহসী নার‌ীদের অন্যতম আরবি সাহিত্যে পড়াশোনা করা লাদিদা ফারজানা নামের ২২ বছরের ছাত্রী বলেন, ”সেখানে কোন নারী পুলিশ সদস্য না থাকায় আমরা আমাদের ছেলে বন্ধুকে রক্ষা করতে পেরেছিলাম। তবে সেটা সহজ ছিল না তারা বাজেভাবে বকাঝকা করছিল এবং আমাদেরকেও লাঠি দিয়ে আঘাত করেছিল”।

পুলিশকে প্রথমে প্রতিহত করা আয়েশা রেনা নামের ইতিহাসের ছাত্রী জানান, ”সেসময় আমার মনে শুধু আমার বন্ধুকে রক্ষা করার বিষয়টা কাজ করছিল। আমরা ভাবতে পারিনি এমন একটি পরিস্থিতিকে পরতে হবে। তবে পিছনে ফেরার কোন সুযোগ ছিল না।”

রেনার এ সাহসী প্রতিরোধের জন্য সামাজিক মাধ্যমে অনেক প্রশংসা হচ্ছে তবে সবচেয়ে হৃদয়গ্রাহী মন্তব্য আসে তার স্বামী ও সাংবাদিক আসফাল রহমানের ফেসবুক পোষ্টে।

‘আমি জানিনা আল্লাহর কাছে কি পরিমাণ প্রশংসা করা উচিত আমার তোমাকে আমার সঙ্গী হিসেবে পাওয়ার জন্য।” এমনি এক পোষ্ট করেন রেনার গর্বিত স্বামী।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ