আওয়ার ইসলাম: ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অন্যান্য রাজ্যের মতো উত্তর প্রদেশও উত্তাল। এ রাজ্যের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েই চলছে সবচেয়ে বড় বিক্ষোভ। তবে শিক্ষার্থীদের এ আন্দোলনে ব্যাপক নিপীড়ন চালাচ্ছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল সোমবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে ৩০ জন শিক্ষার্থী ও ১০ জন পুলিশ আহত হয়।
এর জেরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের বের করে দিচ্ছে উত্তর প্রদেশ পুলিশ। তারা প্রতিটি হলে অভিযান চালাচ্ছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তারা ২১ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১৫ জন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে,
আরএম/