আওয়ার ইসলাম:কাশ্মীর ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চীনের অনুরোধে আগামী মঙ্গলবার এ বৈঠকে বসতে যাচ্ছে তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন কেড়ে নেয় ভারত। এরপর চীনের আহ্বানে গত আগস্টে বৈঠকে বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ফের সংঘর্ষ বাড়তে পারতে এমন আশঙ্কায় গত ১২ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
চীন যে নোট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠিয়েছে তা দেখেছে রয়টার্স। এতে লেখা, ‘ফের উত্তেজনার বৃদ্ধির ঝুঁকি ও পরিস্থিতির গুরুত্বকে সামনে রেখে, পাকিস্তানের অনুরোধের পুনারাবৃত্তি করে চীন জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির ওপর কাউন্সিলের একটি ব্রিফিংয়ের জন্য অনুরোধ করছে।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কূটনীতিক জানান, আগামী মঙ্গলবারই এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
আরএম/