আওয়ার ইসলাম: কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক সেনা নিহত হয়। অন্যদিকে বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে অপর এক ভারতীয় সেনা নিহত হন।
ভারতের এক সেনা মুখপাত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গুরেজ সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। এতে তাদের এক সেনা নিহন হন।
সংবাদ সংস্থা পিটিআই'কে এক সেনা কর্মকর্তা বলেন, ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তানের অনুপ্রবেশকারীদের মধ্যে গোলাগুলির সময় এক সেনা নিহত হন।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি শাসিত মোদি সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেইসঙ্গে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির সেনাদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে।
আরএম/