শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আজ থেকে সচিবালয়ের চারপাশে হর্ন বাজানো নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সচিবালয়ের আশপাশের এলাকায় সব ধরনের যানবাহনের চালকদের কোনো ধরনের হর্ন না বাজানোর অনুরোধ করেছে সরকার। জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড এলাকাকে আজ থেকে গণ্য করা হবে নীরব এলাকা হিসেবে।

আজ রোববার সরকারি তথ্যবিবরণীতে এ কথা বলা হয়। এতে বলা হয়, আইন ভেঙে সচিবালয় এলাকায় কেউ হর্ন বাজালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দেয়া হবে এক মাসের কারাদণ্ড। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, নীরব এলাকায় জোরে শব্দ করা বা গাড়িতে হর্ন বাজানো নিষেধ।

নীরব এলাকাগুলোর মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা অন্তর্ভুক্ত। ওইসব এলাকায় শব্দ দূষণ রোধে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ