আওয়ার ইসলাম: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুফতি তাকি উসমানির নামে প্রচার করা কিছু বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানি এ আলেম। ফেসবুকে তার কোন নিজস্ব একাউন্টও নেই বলে জানান পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের সাবেক এ বিচারপতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুফতি তাকি উসমানির নামে সরকারিবিরোধী কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এক টুইট বার্তায় তিনি একথা জানান।
তিনি লেখেন, দুঃখজনক একটি বিষয় হলো- কিছু দায়িত্বজ্ঞানহীন ভদ্রলোক আমার নাম সোশ্যাল মিডিয়ায় মনগড়া কিছু বয়ান প্রচার করছেন। আল্লাহ তায়ালাই ভালো জানেন, কীভাবে তারা আল্লাহর কাছে এই অপকর্মের জবাব দেবেন!
পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানি আরও লেখেন, “আমার বক্তব্য শুধুমাত্র আমার টুইটার ও ব্যক্তিগত ওয়েবসাইট এবং দারুল উলুমের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়। এছাড়া ফেসবুকে আমার কোন একাউন্ট নেই।”
https://twitter.com/muftitaqiusmani/status/1205385110167707648
বিচারপতি মাওলানা মুফতি মুহাম্মাদ তাকি উসমানি পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদিস, ইসলামি ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।
আরএম/