আওয়ার ইসলাম; ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সংকট নিরসনে পাকিস্তানকে সমর্থন ও সহযোগিতা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান।
সৌদি সফররত প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে তাকে পাকিস্তানের তরফ থেকে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতার কথা জানান।
উর্দু গণমাধ্যম ডেইলি জংয়ের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কাশ্মীর বিষয়ের সমাধানের জন্য এই দুই নেতা ওআইসি-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ভিন্নপন্থা অবলম্বন করার ওপরও মত দেন।
এর আগে ইমরান খান মুহাম্মাদ বিন সালমানকে জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং ভূস্বর্গ খ্যাত মুসলিম অধ্যুষিত এলাকাটিতে হিন্দুত্ববাদী ভারত সরকারের সহিংস পদক্ষেপের কথাও তুলে ধরেন তার সামনে।
তবে এসব সমস্যা মতবিরোধ ও বিতর্কিত বিষয় সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করতে পাকিস্তান প্রস্তুত বলেও জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তান সবরকম সহায়তা করবে।
ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/