আওয়ার ইসলাম: হায়দরাবাদ থেকে কলকাতা, মুম্বাই থেকে বেঙ্গালুরু সর্বত্র মসজিদে জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে বিশেষ বার্তা এবং গাইডবুক বিতরণ করছে ভারতের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিজেপি সরকার বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, ভারতজুড়ে হবে এনআরসি। আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলও। তাই নথি সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিক রাখার জন্য প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে সতর্ক করা হচ্ছে মসজিদের পক্ষ থেকে।
বেঙ্গালুরুর জামিয়া মিলিয়া মসজিদের ইমাম ইমরান মাসুদ বলেন, ‘গত তিন মাস ধরেই আমরা মুসলিমদের নথিতে থাকা ভুল ঠিক করার কথা বলে আসছি।’
কর্ণাটকের একটি মসজিদের সম্পাদক সুহেল আহমেদ বলেন, ‘প্যান ও আধার কার্ড যেসব মুসলিমদের নেই তাদের এই ধরনের শিবিরের মাধ্যমে পরিচয়পত্র করে দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৬ হাজার ফরম বিতরণ করা হয়েছে।’
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে জানানো হয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের নানা জায়গায় এই ধরনের শিবির করা হয়েছে। হায়দরাবাদেও এক দল স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে।
আরএম/