শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি

আল্লামা মাহমুদুল হাসানের বয়ানের মাধ্যমে দাওয়াতুল হকের ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : আজ শনিবার (৭ডিসেম্বর) বাদ ফজর যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও দাওয়াতুল হকের আমির, বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবার মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের বয়ানের মাধ্যমে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৫ তম মারকাজি ইজতেমা শুরু হয়েছে।

প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী সুন্নতের এ অনন্য মাহফিল। সর্বশেষ আজ রাতে মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের দেশবরেণ্য হারদুয়ী হজরতের খুলাফাগণ ইজতেমায় একত্রিত হয়েছেন এ মজলিসে।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা. এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। দেশব্যাপী সাধারণ মানুষদের আজান, ইকামত, নামাজ, ওজু, জানাজাসহ সুন্নতের ব্যবহারিক জীবন শেখানো হয় এখান থেকে।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে দ্বিতীয় অধিবেশন। চলবে জোহর নামাজ পর্যন্ত। এতে ফায়দা ও আদবসহ কুরআনে পাকের তেলাওয়াত, তারানা, মালফুজাত,মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সুনড়বত, ৩টি সহজ সুনড়বত ও হুকুকে ওয়ালিদাইনের মশক ও মুজাকারা, মজলিসে দাওয়াতুল হকের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচীর আলোচনা, অতিথি উলামায়ে কেরামের বয়ান, আযান, ইকামত ও নামাযের আমলী মশক।

তৃতীয় অধিবেশন শুরু হবে ১ টা ৪৫ মিনিটে। এ অধিবেশনে জেলা প্রতিনিধিদের কারগুজারী, নতুন হালকার তাশকিল ও মারকাজের সংক্ষিপ্ত কারগুজারী পেশ, অতিথি উলামায়ে কেরামের বয়ান এবং আসরের নামায।

আসরের পর শুরু হবে চতুর্থ অধিবেশন। এ সময়ে এক মিনিটের মাদরাসা ও কুরআন তিলাওয়াত এবং অতিথি উলামায়ে কেরামের বয়ান।

মাগরিবের পর থেকে এশা পর্যন্ত ৫ম অধিবেশনে থাকবে ফায়দা ও আদবসহ কুরআন তিলাওয়াত, ইহইয়ায়ে সুন্নত, রদ্দে বিদআত ও মুনকারাতের উপর বিশেষ বয়ান, হযরত আমীরুল উমারার দিক-নির্দেশনামূলক বয়ান ও আখেরী মুনাজাত।

এদিকে, মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন নতুন বই। যাতে বাংলাদেশে দাওয়াতুল হকের কার্যক্রম ও এ মেহনতের সবিস্তার আলোচনা লিপিবদ্ধ হয়েছে।

এবারের ইজতেমায় 'ইরশাদুস সালেকীন' ও 'আদর্শ মতবাদ' নামে দুটি বই প্রকাশ হয়েছে। ইরশাদুস সালেকীন মূলত মুহিউস সুন্নাহ হযরতের কাছে সালেকীনদের লিখিত ইসলাহি চিঠির জওয়াব সংকলন। আর আদর্শ মতবাদ হচ্ছে পৃথিবীব্যাপী নানা ইজম ও মতবাদের অপূর্ণতা এবং ইসলামের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়ে তূলনামূলক তাত্ত্বিক পর্যালোচনা।

উল্লেখ্য, ইজেতমায় আগত মেহমানদের জন্য উন্মুক্ত মেহমানদারির ব্যবস্থা রয়েছে মাদরাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ