শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি

'আলেম সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জেলা কর্মী সম্মেলন-২০১৯’। শুক্রবার জেলার এডভোকেট তারেখ স্মৃতি অডিটোরিয়ামে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সম্মেলন শুরু হয়ে শেষ হয়  রাত ৮টায়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চৌধুরী নাসীর আহমাদ এ সম্মেলনে সভাপতিত্ব করেন। এছাড়াও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলেম সমাজকে আজ জাগতে হবে। যারা বলেন আমরা রাজনীতি করিনা, আজ যদি দেশ লুটও হয়ে যায় তারা তখন নিরবতার ভুমিকা পালন করবে। আজ দেশের মাদরাসাগুলোতে রাজনীতি করতে সেসকল আলেমগরাই বাধা প্রদান করেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, এই সকল আলেমদের দেওবন্দের অনুসরণকারী বলা যাবে না। যারা রাজনীতি করে না তারা তাদের দায়িত্ব সম্পর্কে অজ্ঞ, তারা দেশের কোন কল্যাণে আসে না। তাই যারা দেশের কল্যাণ চান, দেশের উন্নতি চান, তাদের কে এখনি সময় রাজনীতিতে ফিরে আসার। উলামায়ে দেওবন্দের পথে ফিরে আসার।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা হুজাইফা উমর, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্, জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহ মহানগর শাখার সভপতি মাওলানা নূরুল আবসার মাসুম, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল,  যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহিল বাকী, মহানগর শাখার সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ সুবহানী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন সরকার, ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভপতি মাওলানা মতিউর রহমান মামুন, ছাত্র জমিয়ত মহানগর শাখার সভাপতি মো: শরিফুল ইসলাম এবং ছাত্র জমিয়ত বারিধারাস্থ ময়মনসিংহ জেলার শাখার সভাপতি মো: আবু সাইদ নূরুল্লাহ্ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ