শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি

নিবিড় পর্যবেক্ষণে আল্লামা আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে আজগর আলী হাসপাতালের চিকিৎসকরা।

সোমবার (২ ডিসেম্বর) আল্লামা আশরাফ আলীর ছেলে মাওলানা সাব্বির আহমদ আজগর আলী হাসপাতালে ডাক্তার নাজমুল ইসলামের বরাত দিয়ে আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্বাজানের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বার্থক্যজনিত বিভিন্ন রোগের সাথেসাথে নিউমোনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। শারিরীক অবস্থানর অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হতে পারে বলেও জানিয়েছেন তারা। দেখা সাক্ষাতেও নিষেধাজ্ঞা রয়েছে।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বির আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থা দেখতে গতকাল থেকেই হাসপাতালে যান দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

আজ সকালে মজলিসে দাওয়াতুল হকের আমির, যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদূল হাসান আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে যান।

এসময় তিনি রোগী দেখার দোয়া “أَسْأَلُ اللهَ العَظيمَ، رَبَّ العَرْشِ العَظِيمِ، أَنْ يَشْفِيَكَ” পড়েন। পরে আল্লামা মাহমুদূল হাসানকে উদ্দেশ্য করে আল্লামা আশরাফ আলী বলেন, আপনিই আমাদের মহিউস সুন্নাহ! আল্লামা শাহ আবরারুল হক রহ. আপনাকে মুহিউস সুন্নাহ বলেছেন। আপনার দোয়া শুনলে দিলে আছর (প্রভাব) হয়। আপনার মধ্যে সুন্নত ও ইসতেকামতের সমন্বয় আছে, এর মাধ্যমে উন্নতি হয়।

এছাড়াও  আল্লামা আশরাফ আলীকে দেখতে যান,  বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি ইমাদুদ্দিন, মুফতি নুরুল আমিন ও মাওলানা আব্দুস সালাম, কওমি কাউন্সিলিরে সভাপতি মাওলানা আব্দুস সামাদ, আল্লামা আশরাফ আলীর জামাতা মাওলানা আতাউল্লাহ আমিন, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব প্রমুখ ওলামায়ে কেরাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ