সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ভোলার সহিংসতার ঘটনায় ৩ দিনের রিমান্ডে ৫ আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলায় ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছানাউল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিপ্লব চন্দ্র শুভ, রাফসান ও ইমনকে আদালতে হাজির করা হয়। সেই সাথে পুলিশের সঙ্গে সহিংসতার মামলায় আরিফ ও সজিবকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডে চান।

গত ২০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ