শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ মাদরাসা ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৭) ও মীম আক্তার (৯) নামে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ দেনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার রায়পুর উপজেলার চরবংশী গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মীম আক্তার একই গ্রামের মুহা. মিজানের মেয়ে। তারা দেনায়েতপুর হালিমা মাদরাসার ছাত্রী। নিহত দুইজনের বাবা পেশায় রিকশা চালক। তারা পরিবার নিয়ে পৌর শহরের মঞ্জু মিয়াজির বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিকালে খেলতে গিয়ে ঘটনাস্থলের একটি পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রী মারা যায়।

রায়পুর থানার ওসি মুহাম্মদ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ