রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

প্রকাশের অপেক্ষায় 'ইতিহাসের দর্পণে খলিফা আল-মামুন'; চলছে প্রি অর্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর আল্লামা শিবলি নুমানি রহ. রচিত, আব্বাসি খেলাফতের প্রভাবশালী ও ইতিহাসখ্যাত শাসক, ইসলামি খেলাফতের নন্দিত-নিন্দিত খলিফা, জ্ঞান-বিজ্ঞানের অন্যতম পৃষ্ঠপোষক খলিফা মামুনুর রশিদের জীবনী, শাসন ও ইতিহাস নিয়ে লিখিত বই ‘ইতিহাসের দর্পণে খলিফা আল-মামুন’।

বাগদাদ। ইতিহাসের এক অবিস্মরণীয় নগরী। মুসলিম ইতিহাসের বহু স্মরণীয় অধ্যায়ের সাক্ষী এই প্রাচীন নগরী। এক সময় এই শহরজুড়ে ছিল ইলম এবং আলেম-উলামার প্রাচুর্য।

ইমাম ফাররা, ইমাম কাসায়ি, খলিল ইবনে আহমদ; মোটকথা, ইসলামি জ্ঞানচর্চার আকাশে যে-নক্ষত্রগুলোর নাম জ্বলজ্বল করছে, তাদের এক বিরাট অংশের জীবনের উত্থান-পতন এই সমৃদ্ধ নগরী বাগদাদে। ইলমের উরুজ তথা উন্নতির সেই যুগে বাগদাদের সম্মানিত খলিফা ছিলেন মামুনুর রশিদ।

প্রি-অর্ডার লিংক : ক্লিক করুন

খুলাফায়ে রাশেদিনের পর উমাইয়ারা এককভাবে একশো বছরের মতো শাসন করে মুসলিম বিশ্ব। উমাইয়াদের হাতে ইসলামি খেলাফত যতগুলো বড় বিজয় অর্জন করেছে, তা পরবর্তী বংশগুলোর খেলাফতে পাওয়া যায় না।

উমাইয়াদের সমস্তরের বিজয় আব্বাসীয়রা ইসলামি খেলাফতকে উপহার দিতে না পারলেও তাদের বিজিত মুসলিম বিশ্বকে শক্ত হাতে তারা শাসন করেছে। বিজয়ের ধারাও অব্যাহত রেখেছে। আব্বাসি খেলাফতে মুসলিম বিশ্বকে সুগঠিতভাবে শক্ত হাতে শাসন ও বিজয় একই সাথে যিনি অব্যাহত রেখেছেন, তার নাম খলিফা মামুনুর রশিদ ইবনে হারুনুর রশিদ।

আব্বাসি খেলাফত উমাইয়াদের থেকে যেই দিকটি দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে তা হলো, জ্ঞানের পৃষ্ঠপোষকতা। উমাইয়া খেলাফত যদি হয় তরবারির খেলাফত, আব্বাসি খেলাফত তাহলে তরবারি ও কলম— উভয়ের সমন্বিত রূপ। সেই জ্ঞানের পৃষ্ঠপোষকতার চূড়ান্ত যিনি করেছেন, তিনি খলিফা মামুনুর রশিদ আব্বাসি।

গ্রিক থেকে দর্শন ও বিজ্ঞানকে অনুবাদ করেছেন আরবিতে। এর জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি করেছেন— দারুল হিকমাহ। এই সবকিছু মামুন করেছেন উদার মনে, অকপট ব্যয়ে। দারুল হিকমাহ মামুনের খেলাফতের আগে অন্য আব্বাসি খলিফার হাতে প্রতিষ্ঠিত হলেও, একে যথাযথ রূপ দিয়ে কাজ করিয়েছেন খলিফা মামুন।

খলিফা মামুনুর রশিদের শত ইতিবাচক বিষয়ের সাথে কিছু নেতিবাচক বিষয়ও আছে। ক্ষমতাকে নিষ্কণ্টক করতে বিভিন্ন সময় রক্তে রঞ্জিত হয়েছে তার হাত। খলিফা মামুনের ইতিবাচক-নেতিবাচক— সকল কিছু নিয়ে বিস্তারিত ও বিশ্লেষণমূলক এই গ্রন্থটি লিখেছেন প্রফেসর আল্লামা শিবলি নুমানি।

শাসনপদ্ধতি, করব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, তৎকালীন জ্ঞান গবেষণা, সমকালীন বিশিষ্ট মনীষীবর্গ— এমনতরো কোনো খুঁটিনাটি বিষয়ই লেখক বাদ রাখেননি। এই বইটি তৎকালীন খেলাফত, রাজ্যব্যবস্থা ও সমকালীন বিশ্ব ও ইসলামি শাসনের ইতিহাস বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক নজরে বই

বই : ইতিহাসের দর্পণে খলিফা আল-মামুন
অনুবাদ : মাহদি হাসান
প্রচ্ছদ : হান্নান নুরী
পৃষ্ঠাসংখ্যা : ১৯২
বিক্রয়মূল্য : ১৮০ টাকা (৫০% ছাড়ে)
প্রকাশনী : দারুল ওয়াফা (দারুল ওয়াফা [পেইজ])
প্রি-অর্ডারমূল্য : ১৬০ টাকা (৫৫% ছাড়ে)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ