মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

দেশবাসী ও মুসলিম উম্মাহকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঈদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

মুসলিম উম্মাহ ও দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী৷

সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে আল্লামা বাবুনগরী বলেন, রোজা ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন। দীর্ঘ এক মাস রোজা পালনের পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ উপহার। পরিবার-পরিজন ও মুসলমান ভাইদের সাথে এই ঈদে আনন্দ-খুশি বিনিময় করা হয়। তবে এই আনন্দ উদযাপনের ইবাদত বান্দিগির মাধ্যম হতে হবে এবং এর মাঝে যেনো অনৈসলামিক কর্মকাণ্ড না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

আল্লামা বাবুনগরী আরও বলেন, আজ আমরা যে মুহূর্তে ঈদের খুশি উদযাপন করছি, ঈদকে উপলক্ষ করে নানান আয়োজন করছি ঠিক সেই মুহূর্তে বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা অমুসলিমদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, তারা শান্তির জন্য হাহাকার করছে। ফিলিস্তিনে পবিত্র রমজান মাসেও মুসলমানদের উপর অত্যাচার থামায়নি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী সেনারা। সিরিয়ায় এখনো বিমান হামলা করে মুসলমানদের ঘরবাড়ি উড়িয়ে দেয়া হচ্ছে।

চীন, মায়ানমার, কাশ্মীর এবং আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র হিন্দুত্ববাদী ভারতেও থেমে নেই মুসলমান নির্যাতনের ঘটনা। তাদের হাত থেকে মহিলা, শিশু, যুবক, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। আমাদের উচিত ঈদে তাদের সরণ রাখা। তাদের জন্য বেশি বেশি দোয়া করা। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

আল্লামা বাবুনগরী বলেন, মুসলিম বিশ্বের ঐক্যের খুবই প্রয়োজন। মুসলমানদের ঐক্য ছাড়া কখনো কাফের-মুশফিকদের মোকাবিলা করা সম্ভব না। মাহে রমজান ও ঈদুল ফিতর আমাদের ঐক্যের আহ্বান করে এবং আমাদের পরস্পরে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই মাহে রমজান চলে গেলেও আমাদের মাঝে যেনো রমজানের শিক্ষা অটুট থাকে।

আমরা যারা এখনো যাকাত-ফিতরা আদায় করিনি তারা যেনো দ্রুত তা পরিশোধ করে দিই। যাদের সামর্থ্য রয়েছে সমাজের ইয়াতিম, গরীব-মিসকিনদের ঈদের পোশাক কিনে দিব। ঈদের আনন্দ যেনো সবার মাঝে উপলব্ধি হয় সে ব্যবস্থা করবো। ইসলাম যে মানবতার ধর্ম তা আমরা প্রমাণ করে দিব।

ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, আমার পক্ষ থেকে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সকল মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ