মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আজ (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মো.আব্দুল্লাহ।

সভা শেষে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, ‘চাঁদ দেখা কমিটি’ নামে বাংলাদেশে একটি কমিটি আছে। পূর্বের কমিটির সাথে বাংলাদেশের আরও অনেক বিজ্ঞ আলেমদের আমরা কমিটির সাথে সম্পৃক্ত করেছি। তাদের সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে বসেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর পাইনি।

তিনি বলেন, আমরা আলেমদের বলেছি, বিষয়টি সরকারের না। বরং আল্লাহ ও আল্লাহর রাসূলের। তাই এ বিষয়ে আপনারাই সঠিক সিদ্ধান্ত দিবেন। আমরা প্রতিটি বড় বড় মাদরাসার আলেমদের বলেছি, আপনারা আপনাদের এলাকার খবর নিয়ে আমাদের জানান। কোথাও চাঁদ দেখা গেলে আমাদের তথ্য দিন। তারা নিজেরা বৈঠকে বসে আমাদের জানিয়েছেন কোথাও চাঁদ দেখা যায়নি।

মন্ত্রী বলেন, আমাদের মাগরিবের পরের বৈঠকে আমাদের সাথে অনেক আলেম ছিলেন। এছাড়াও আমরা চরমোনাইয়ের হুজুর, হাটহাজারী হুজুরসহ আরও অনেক আলেমদের (সবার নাম আমি বলতে চাই না) সাথে কথা বলেছি। কারো থেকেই চাঁদ দেখার নির্ভরযোগ্য কোনো খবর আমরা পাইনি। তাই আগামীকাল বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ঈদ আগামি বৃহস্পতিবার।

অনেকে একদিন আগে রোজা শুরু করেছেন। আজ তাদের ৩০ রোজা পূর্ণ হচ্ছে। তাদের জন্য আমাদের স্পষ্ট কথা হলো, আজ চাঁদ দেখা যায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ