আওয়ার ইসলাম: বাগেরহাটের ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বাসটি রূপসা থেকে যাত্রী নিয়ে মোল্লাহাট দিকে যাচ্ছিলো।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাস চালকের নাম ফরহাদ বলে জানা গেলেও অন্যদে নামপরিচয় জানা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্য উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি খুলনা থেকে ঘোনাপাড়া যাচ্ছিলো। পথে ফরিকহাটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।
কেপি