শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


কুমিল্লার মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামের মামলায় বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আজ (৬ মার্চ) বুধবার জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয় হাইকোর্ট।

গত মঙ্গলবার জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকে দিন ধার্য করা হয়।

খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। তাদের সহায়তা করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। অপর দিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।

এ ঘটনায় বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের মার্চে চার্জশিট দেয় পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ