শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


'আমি নই, কাশ্মীর সমস্যা সামাধানকারী নোবেল পাওয়ার যোগ্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেকে নোবেল পাওয়ার অযোগ্য বলে দাবি করলেন জেনেভা চুক্তি মেনে বিশ্বে সাড়া ফেলানো নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ সোমবার এক টুইট বার্তায় তিনি নোবেল পাওয়ার অযোগ্য বলে দাবি করেন।

ইমরান বলেন, আমি নোবেল পাওয়ার যোগ্য নই। এটি পাওয়ার যোগ্য হলো সেইজন, যিনি কাশ্মীরের মানুষদের ইচ্ছা অনুযায়ী সেখাকার বিতর্কের সমাধান করতে পারবেন এবং উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নের পথ সৃষ্টি করবেন।’

গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে দুই দিনের বেশি আটক থাকেন তিনি। তার একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। ভিডিওতে পাইলট অভিনন্দন পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে।

https://twitter.com/ImranKhanPTI/status/1102438232241987589

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণার পর শুক্রবার রাতে তাকে পাঞ্জাবের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান।

এ ঘটনার পর ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি উঠেছে। পাকিস্তানিরা ইমরানের দেওয়া শান্তি বার্তা উল্লেখ করে টুইটারে তাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ