বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মিসরে বিদ্রোহী-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিসরের আল-আরিশ এলাকায় সেদেশের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ফলে ১৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মিসরের নিরাপত্তাবাহিনীর বরাতে জানা যায় একদল লোক মিসরের পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর চেষ্টা করেছিল। মিসরিয় জাতীয় নিরাপত্তা বাহিনী এ গোষ্ঠীকে সনাক্ত করতে সক্ষম হয়েছে।

স্থানীয় উৎস ঘোষণা করেছে এ গোষ্ঠীকে সনাক্ত করার পর সেদেশের নিরাপত্তা বাহিনীর সাথে বেশ কয়েক ঘণ্টা সংঘর্ষ অব্যাহত থাকার পর এ গোষ্ঠীর ৮ জন নিহত হয়।

ঘটনাস্থল থেকে ৬ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে সেও নিহত হয়। এদিকে ইরাকি নিরাপত্তা বাহিনী এ গোষ্ঠীর অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক প্যাকেজ জব্দ করেছে বলেও জানা যায়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ