মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


গজনিতে পরপর দু’বার রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজনিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কমান্ডারের প্রবেশের পর উক্ত শহরে দুটি রকেট আঘাত হানে।

মার্কিন ও ন্যাটো সেনাদের কমান্ডার জেনারেল স্কট মিলার আফগানিস্তানের গাজনি শহরে প্রবেশের পর উক্ত শহরে দুটি রকেট আঘাত হানে। কমান্ডার জেনারেল স্কট মিলারের সফরের কারণে গাজনি শহরটি নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু সন্ত্রাসীরা সকল নিরাপত্তা উপেক্ষা করে এই হামলা চালায়।

গজনি শহরের প্রথম ও তৃতীয় সিকিউরিটি এলাকায় তথা শামীর সাহেব এলাকায় একটি রকেট আঘাত হানে। তবে এই হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আক্রমণের পর কান্দাহারের স্থানীয় কর্তৃপক্ষ ও স্কট মিলারের যৌথ বৈঠক হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা অধীনে আমেরিকা ও ন্যাটোর কমান্ডার স্কট মিলার এই সফর করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ